মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান মাদক সহ ০১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া এলাকা থেকে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে স্কাফ সিরাপ ১২৯(একশত উনত্রিশ) বোতল, Master Blenders Signatur Premier Grain Whisky (750 ml) ২৩ (তেইশ) বোতল, Master Blenders Signatur Premier Grain Whisky (375 ml) ৪৮ (আটচল্লিশ) বোতল, মাদক বহনে ব্যবহৃত ০১টি Toyta মাইক্রোবাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী হলেন কুমিল্লা মুরাদনগর থানা কামাল্লা উত্তর পাড়া গ্রামের মৃতঃ জয়নাল আবেদীন এর ছেলে মোঃ সুমন মিয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।