মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ভারতীয় ফেনসিডিল সহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে সরাইল বিশ্বরোট মোড়ে, ঢাকা–সিলেট মহাসড়কে। আটককৃতরা হলেন সিলেট জেলার বিভিন্ন উপজেলার খাইরুল ইসলাম, নাজমুল হাসান পান্না, মকলিছুর রহমান, সুহেব হোসেন ও হায়দার আলী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর মো: ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বে যৌথবাহিনীর দল অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ভারতীয় ফেনসিডিল ও একটি ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।