আবু তাহের
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটিরও বেশি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে ও ভারতীয় শাড়ি। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘মঈনপুর বিওপির আওতাধীন কসবার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ পিস ভারতীয় শাড়ি ও তিন হাজার ৬৫২ পিস মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।’
চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি