ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে আবারও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় তার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ করেছেন মামুন সরকার। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে দুই দফা এই বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কেউ বাড়িতে আগুন দিয়েছে। গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের কর্মীরা দুই দফা এই বাড়িটিতে আগুন দেয় এবং একই সঙ্গে ভাঙচুর চালিয়ে সবকিছু গুঁড়িয়ে দেয়। ওইদিন পার্শ্ববর্তী বাগানবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতেও অগ্নিসংযোগ করে ঘর ও গাড়ি পোড়ানো হয়। এছাড়া তার ব্যক্তিগত কার্যালয়ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল মামুন সরকার জানান, হেফাজতে ইসলামের কর্মীদের অগ্নিসংযোগের পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকছেন। ফলে ক্ষতির শিকার বাড়িটিতে কেবল একজন নিরাপত্তাকর্মী থাকতেন। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তারকর্মী বাসার বাইরে ছিলেন। ফিরে এসে তিনি ধোঁয়া দেখে তাকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply