সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কতৃক একটি চৌকস টিমের অভিযানে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় (১৫/০৮/২০২৫) আগস্ট, সকাল ১১.২৬ মিনিট এ ঘটিকায় কসবা থানার পুলিশ একটি চৌকস টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকাকীন অত্র থানাধীন কামালপুর সাকিনে কসবা টু নয়নপুর, পাকা সড়কে এর উপর চেকপোস্ট পরিচালনা করা কালীন সময়ে০৮(আট)কেজি গাঁজা ও০১টি ব্যাটারি চালিত অটো রিক্সা আটক করেন ।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জরিত আসামিগন কৌশলে পালিয়ে যায়।কামালপুরে সাকিনে টু নয়নপুরের এলাকা বাসী বলে,একটি চক্র ইয়াবা ট্যাবলেট ও গাঁজা,ফেনসিডিল সহ মাদক দ্রব্য কয়েক বছর ধরে বেচাকেনা করে যাচ্ছে। এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নয়নপুর এলাকাবাসী বলে মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।কসবা অফিসার ইনচার্জ কাদের সাহেব বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।
তাদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার প্রকৃয়া চলমান আছে ।
আমরা আসাবাদী খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে সক্ষম হব।