সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১০কেজি গাঁজা উদ্ধার,০২ জন গ্রেফতার।
আজ ১৮/১০/২০২৫ তারিখ ভোর ০৪.২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম সদর থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোলচত্ত্বর হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোল চত্বর,এ গোপন ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদক ব্যবসা করে যাচ্ছে,মাদক ব্যবসায়ীদের সাথে জারা জড়িত আছে,তাদের কে দ্রুত আইনের আওতায় আনা হওক।এবং আরো কিছু তথ্য জানা যায়। বড় মাপের একটি মাদক ব্যবসায়ীক চক্রটির সাথে রয়েছে।তাদের কে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যাবে না। একই সাথে মাদক ব্যবসার সঙ্গে জরিত মূল হোতা ও পৃষ্ঠপোষদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্হা গ্রহনের আহ্বান জানিয়েছেন বিশ্বরোডের অনেক ব্যবসায়িক রা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। সুজন আলী (২৯)
পিতা-ইসহাক আলী
মাতা-নুরজাহান
স্থায়ী সাং-ঝিনারা, ফরিদগঞ্জ, পঞ্চপল্লী-৮০২০
থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর
বর্তমান সাং-বাড়ী নং-৪৭, (মধুমিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া), করাতিটোলা ছোট মসজিদ সংলগ্ন মধুমিয়ার বাড়ির ভাড়াটিয়া, ৩৯নং ওয়ার্ড
থানা-যাত্রাবাড়ী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা
২। শামীম মৃধা (৩০)
পিতা- শাহ আলম মৃধা
মাতা-টুনু বেগম
স্থায়ী সাং-খানজাপুর
থানা-গৌরনদী
জেলা-বরিশাল
বর্তমান সাং-বেজুড়া, যমুনা ইন্ডাস্ট্রিজ এর বিপরীতে (কামরুলের বাড়ির ভাড়াটিয়া),
থানা-মাদবপুর
জেলা-সিলেট
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply