মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪কেজি গাঁজা উদ্ধার,ও২ জন মাদক কারবারী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা। ১/মনোয়ারা বেগম(৩৫)পিতা-মৃত আব্দুল লতিফ মাতা-আমেনা বেগম সাং-নলগড়িয়া কাশিনগর ইউনিয়ন -সিংগার বিল-থানা -বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়া।২/লুৎফা বেগম(৩৭)পিতা -মৃত আব্দুল গফুর সাং-বাখন নগর, দক্ষিণপাড়া -থানা - মুরাদনগর জেলা -কুমিল্লা। আজ ০৪/১১/২০২৫খ্রি. ১১.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর(পূর্ব পাড়া) এলাকা হইতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।সুলতানপুর পূর্বপাড়া এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদক আনা নেওয়া হচ্ছে, গোপন সূত্রে জানা যায়, মাদক কারবারীদের সাথে অনেক বড় একটি সিন্ডিকেট রয়েছে, তারা নাকি ধরাছোঁয়ার বাহিরে থাকে।তাদের কে দ্রুত আইনের আওতায় আনা হোক,এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হোক।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছে, এলাকাবাসী জুর দাবি জানাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজ করা হয়েছে।