সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছরামপুর থানা পুলিশ কতৃক চোরাইকৃত আট টি মোবাইল ফোন সহ ২ জন আসামি গ্রেফতার,১২/০৮/২০২৫/আগস্ট রাত আনুমানিক(৯.৪৫)ঘটিকায় বাঞ্ছারামপুর থানার পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ বৃত্তিতে অর্থ থানাধীন মানিকপুর উত্তরপাড়া এলাকা হইতে চোরাইকৃত ৮-( আট)মোবাইল ফোন সহ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো:কামাল(১৮)পিতা আবু তাহের মানিকপুর পশ্চিমপাড়া এবং মো: সফিক(৩৪)পিতা আব্দুল কাদের, চরছয়ানী দক্ষিণপাড়া, ইউপি আইয়ুবপুর উভয় বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া।বাঞ্ছা রামপুর থানা পুলিশের এক অভিযানে তথ্য নিশ্চিত করে জানানো হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়েছে।