সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কতৃক/৮৫০/টি পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন মহিলা মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।আজ (১৫/০৯/২০২৫)সেপ্টেম্বর দুপুর ১৫.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালীন অএ থানাধীন পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর এলাকা হইতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে /৮৫০/টি পিস ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার করা হয়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।পাহাড়পুরের এলাকাবাসী বলেন দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক আনা নেওয়া হচ্ছে। আরো বলেন মহিলা মাদক কারবারী এর ডেলিভারি ম্যান।এই মাদক কারবারীদের সাথে যারা জড়িত আছে। তাদেরকে আইনের আওতায় আনা হওক।এবং কঠিন শাস্তির দাবিজানাচ্ছে এলাকাবাসী।এলাকাবাসী আরো বলেন,মাদক কারবারীদের জন্য আমাদের ছেলে মেয়েরা ধ্বংসের পথে চলে যাচ্ছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা।
১/মাহমুদা বেগম(৩৫)
স্বামী -আজিজ মিয়া
সাং চানপুর
থানা বিজয়নগর
জেলা -ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।