মোঃ রুবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়ন করার লক্ষে কার্যক্রম দ্রুত শুরু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সাধারন শিক্ষার্থীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ফাহিম মুনতাসীরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুদিন আগে জেলা প্রশাসকের বরাবর অনুলিপি প্রদান করি।
বক্তারা বলেন, ডিও লেটার প্রদান ও বিগত সরকারের আমলে ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বিভিন্ন ধরনের রোগীদের ব্রাহ্মণবাড়িয়াতে ভালো চিকিৎসা না থাকার কারণে ঢাকায় যেতে হচ্ছে এতে করে অর্থের সংকটে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। একই সঙ্গে উচ্চশিক্ষা বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দাবি আদায়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।
Leave a Reply