আবুল কালাম
ব্যুরো চিফ ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
ষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা, দক্ষিণখান ও তুরাগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ খান (৬৪), রাজধানীর বিমানবন্দর থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক খাইরুল কবীর খান ওরফে সাগর ওরফে আঙুলকাটা সাগর এবং তুরাগের আহালিয়া ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৪৫)।
উত্তরা পূর্ব ও উত্তরা-পশ্চিম থানার পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩২/১ নম্বরের এক বাসা থেকে গতকাল সন্ধ্যায় রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ খানকে গ্রেপ্তার করা হয়। এরপর তুরাগের আহালিয়া থেকে মধ্যরাতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এবং দক্ষিণখানের মোল্লারটেক থেকে আঙুলকাটা সাগরকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার শাহাদাৎ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যা মামলার আসামি। আজ তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
এক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একনিষ্ঠ সমর্থক ও কর্মী শাহাদাৎ খান। তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রয়েছে।