মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
২৮/০৭/২০২৫ইং রোজ
সোমবার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের
৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
দাবী গেলো হলো ।
১। অবৈধ রিক্সার লাইসেন্সগুল্যে বাভিল করতে হবে।
২। প্রকৃত রিক্সা চালকদের একটি করে রিক্সার লাইসেন্স দিতে হবে।
৩। ট্রাফিক বিভাগ রিক্সার লাইসেন্স না থাকার কারনে ২৬০০ টাকা জরিমানা বন্ধ করতে হবে।
৪। ট্রাফিক বিভাগের টিআই আনোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া হইতে বদলি করতে হবে।
রোজ সোমবার বেলা ১২ঘঠিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহ জেলা বিভিন্ন স্থান হতে এই বিক্ষুব সমাবেশে অংশগ্রহণ করেন , উক্ত বিক্ষোভ সমাবেশ টি সহরের টি এ রোড সহ মেইন মেইন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেরেন এতে স্থানীয় অটোরিকশা সিএনজি মালিক সমিতির নেত্রী বৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তব্যে বলেন অন অতি বিলম্বে তাদের ন্যায্য দাবী মানা না হলে আরু কঠিন আন্দোলন দিকে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ।
আয়োজনে: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন।
Leave a Reply