সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা দুই কেজি গাঁজা উদ্ধার,০১ জন গ্রেফতার
আজ ১৫/১০/২০২৫ খ্রি. দুপুর ১৫.০৫ ঘটিকায় সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন কুট্টাপাড়াস্থ ব্যাগ ফ্যাক্টরী সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর
০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। দীর্ঘদিন যাবত ঢাকা সিলেট মহাসরক এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে,গোপন ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীদের সাথে অনেক বড় একটি সিন্ডিকেট রয়েছে,কুট্টাপাড়াস্হ গণ্যমান্য ব্যক্তিরা বলেন, আমাদের সমাজের অনেক ছেলে মেয়েরা মাদক ব্যবসায়ীদের কারণে নষ্ট পথে চলে যাচ্ছে। গণ্যমান্য ব্যক্তিরা আরও বলেন তাদের সাথে যারা জড়িত আছে দ্রুত আইনের আওতায় আনা হওক এবং এর পাশাপাশি ব্যাগ ফ্যাক্টরির কয়কজন শ্রমিক বলে মাদক ব্যবসায়ীদের কঠিন বিচার করা উচিত। এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে কোন ভাবে ছাড় দেওয়া জাবেনা।কারণ এরা সমাজ কে ধ্বংসের পথে ঠেলে দেই।মাদক ব্যবসায়ীদের বড় বড় সিন্ডিকেট যদি না দুমানো যায় তা হলে যুব সমাজ কোন ভাবে ধরে রাখা যাবে না। আমাদের স্কুল পড়া ছেলেরা নষ্টের পথে চলে যাবে।তাই সব সময় প্রশাসনের দৃষ্টি রাখতে হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মিজানুর রহমান (৭০)
পিতা- মৃত ইব্রাহীম আলী
সাং- হাজী বাড়ি, দুলালপুর
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply