হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টার :
৮/১১/২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর -২৪৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান মনোনয়ন পাওয়ায় গতকাল শনিবার(৮/১১) দুপুরে বিএনপি নেতা কর্মীদের নিয়ে নবীনগর সদরে বিশাল মিছিল দিয়ে শোডাউন করেন। এই সময় বিএনপির মনোনীত প্রার্থী এড. মান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে , আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে হলেও দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নবীনগর উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করব। ৭ই নভেম্বর সংহতি দিবসে আধুনিক নবীনগর গড়ে তুলতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় স্বার্থে কাজ করার আশা ব্যক্ত করেন। শোডাউনের পূর্বে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে নবীনগর পৌর এলাকা আলীয়াবাদ গোল চত্বরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল হক ছাদির, গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইলিয়াস আলী , আসাদুজ্জামান দুলাল,হাসিবুল হাদীছ শাহীন, শুক্কুর খান, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রমুখ।