মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
রক্তদাতা ও রক্তগ্রহীতাদের নিয়ে নতুন উদ্যমে পথচলা ব্লাড ফর চিটাগং এর।ব্লাড ফর চিটাগং একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে রক্তসংগ্রহ ও সরবরাহের কাজে নিবেদিত রয়েছে।গত ১৯শে জুলাই ব্লাড ফর চিটাগং এর কেন্দ্রীয় কমিটির পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পেল।প্রজেক্ট টিমের টিম লিডার হিসেবে কাজ করবেন মোসাঃ ফেরদৌসী বেগম, ব্লাড টিমের টিম লিডার হিসেবে কাজ করবেন রিনা আক্তার,হিউম্যান রিসোর্স টিমের টিম লিডার হিসেবে কাজ করবেন মোহাম্মদ ফয়সাল চৌধুরী, ট্রেজারার টিমের টিম লিডার হিসেবে কাজ করবেন অরিন,পাবলিক রিলেশন টিমের টিম লিডার হিসেবে কাজ করবেন মুহিবুল হাসান রাফি।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে এবং সারা দেশে রক্তদানে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রয়োজনের সময় দ্রুত রক্তের ব্যবস্থা করতে কার্যকর ভূমিকা রাখবে এ কমিটি।
Leave a Reply