সেতু আহমেদ - স্টাফ রিপোর্টার
শুক্রবার দুপুরে তাহিরপুরের টেকেরঘাট বিজিবির কোম্পানি হেডকোয়ার্টারের একটি টহল দল বড়ছড়া শুল্ক স্টেশনে এক কয়লা আমদানিকারকের ডিপো থেকে ওই তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার,তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত টেকেরঘাট ,গ্রামের বড়ছড়া বাজারের মোঃ আবুল মিয়া মেকারের ছেলে রাজু, একই উপজেলার একই গ্রামের মোঃ আলতু মিয়ার ছেলে জালাল মিয়া, মোঃ নুর আহমদের ছেলে রাসেল মিয়া।
শুক্রবার সন্ধ্যায় ২৮ বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির অস্ত্রসহ তিনজনকে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন।
রাত ৮টায় এ বিষয়ে বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে প্রেস বিফিংকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বলেন আপাতত যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেই অস্ত্রের গায়ে মেইড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। অস্ত্রটি মূলত লং রেঞ্জ রাইফেলস। অস্ত্রের সঙ্গে অপটিক্যাল ল্যান্স ও অস্ত্রটি সেট করার উপকার পাওয়া গেছে। এ ধরনের অস্ত্র মূলত প্রাণঘাতী অস্ত্রের সঙ্গে জুড়ে থাকা অপটিক্যাল লেন্স দূরে থাকা টার্গেটকৃত ব্যক্তিকে শব্দহীনভাবে শুট করে আক্রমণ করার কাজে সন্ত্রাসীরা বহি:বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করে থাকে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, কয়েক মামলায় সদ্য সুনামগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বেড়িয়ে আসা নাজমুল ছিনতাইকারী ও সন্ত্রাসী সীমান্তের ওপার ভারত থেকে অস্ত্রটি সংগ্রহ করে অন্য কোনো চক্রের কাছে বিক্রয় বা হস্তান্তরের জন্য।
শুক্রবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করে বিজিবি মামলা দায়ের করার পর এ মামলাটি নিবিড় তদন্তের মাধ্যমে অস্ত্রের ধরন, অস্ত্রের উৎস ও অস্ত্রটি কোনো চক্রের কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করার প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল তা জানা যাবে।