সিরাজগঞ্জের এনায়েতপুরে বড়ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২৫) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যমুনার এনায়েতপুর স্পার বাঁধসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল পাবনার ঈশ্বরদী উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। সে ঈশ্বরদীর একটি বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। এছাড়া তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে খোকশাবাড়ি মহল্লায় তার বড়ভাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিলেন রেজাউল। বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের কয়েকজন সদস্যসহ ৯ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে রেজাউল নদীতে ডুবে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, নিখোঁজ রেজাউলকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল রওনা হয়েছে