মৌলভীবাজারের বড়লেখায় ৫ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আর্মস ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার রোড, বড়লেখা রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী অন্যান্য দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করদাতার হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক মোঃ আল আমিন জানান, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে মাস্ক বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত স্বর্ণা ফার্মেসীকে ২ হাজার টাকা, ভাই ভাই মিষ্টি ঘরকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত রাইয়ান ফার্মেসীকে ২ হাজার টাকা, বড়লেখা রোডে অবস্থিত কৃষ্ণা ষ্টোরকে ১ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত ছায়াদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
Leave a Reply