শিরোনাম :
হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা । বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দিল্লিতে সাংসদদের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ জন গ্রেফতার: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল আধুনিক রূপনগর গড়ার প্রত্যয়ে এস এ সিদ্দিক সাজুর মতবিনিময় সভা ফরিদগঞ্জে বিএনপি’র গণসংযোগে জনস্রোত — ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে লায়ন হারুনুর রশিদ সাভারে বিইউপি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা দুর্গাপুরে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন:-

ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোঃ শফিকুর রহমান

ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ভরপুর এই ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন এবং টূর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে উঠেছে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com