
হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধিঃ ফরহাদ মিয়া
হাদিকে গুলি করা দুই শুটার- ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে গেছে ভারত। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে করে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে তারা।
ময়মনসিংহে এসে সেই প্রাইভেটকার পালটে ফেলে। অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। পেট্রোল পাম্প থেকে স্থানীয় এক ব্যক্তি তাদেরকে মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়।
সেখান থেকে দুই ব্যক্তির সহায়তায় সীমান্ত পার হয়। তারপর আরেকজন এসে রিসিভ করে নিয়ে যায় তাদের।
হাদির উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ধোবাউড়া এবং হালুয়াঘাট থেকে সঞ্জয় চিসিম ও সিবিউন রিছিল নামে দুজনকে আটক করেছে পুলিশ
আজ ভোরে ধোবাউড়ার ধাইরপাড়া এবং হালুয়াঘাট এলাকা থেকে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
নালিতাবাড়ি এলাকার ফিলিপ ওরফে গারো ফিলিপের সাথে তাদের যোগাযোগ ছিল।গারো ফিলিপ হাদির উপর হামলার ঘটনায় জড়িত ছিল এবং হামলার দিন ঢাকা থেকে দুজন প্রথমে নালিতাবাড়িতে ফিলিপের কাছেই আসে।পরে ভারতে পালিয়ে যায়।
Leave a Reply