ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার
মোঃ শাহ সৈয়দ খান
ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান
ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) স্যারের কঠোর নির্দেশে ভালুকা উপজেলা কে মাদক। জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে ভালুকা মডেল থানা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর এই অংশ হিসেবে ২৪ জানুয়ারি বুধবার অভিযান পরিচালনা করি ৮০ বোতল ফেন্সিডিলসহ রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাক গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান। থানার এসআই সামিউল। এসআই খন্দকার আল রাজী। এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্স সহ পরিচালনা করে হবিরবাড়ী এলাকার মৃত নুরু মিয়ার বাড়ী থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে ধরে। এ সময় পালিয়ে যায় ফরহাদ নামে আরো একজন মাদক ব্যবসায়ী। ফরহাদের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিকুড়া গ্রামে। আটককৃত রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।