ভিডব্লিউবি কর্মসূচি আওতায় ২০২৩-২৪ চক্রের গাইবান্ধার খোলাহাটিতে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর এর ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কার্ড বিতরণ করেন জাতির সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দয়ালু মানুষ। জনগোষ্ঠিকে এগিয়ে নিতে ৩০ টাকা কেজি দরে চাল প্রদান, বিধবা ও বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান সহ বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছেন। দেশ এখন আর আগের মত গরীব নেই। দেশ এখন মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী জনগণকে সঞ্চয়ী হতে বলেছে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের নাগরিক হবো। ২০২৩ সালে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হতে হবে। সে জন্য ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে হলে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তবেই শেখ হাসিনাকে ভোট দেয়া হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম। ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাসুম হাক্কানীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাইদ, খোলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুক্তি, ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ অনেকে। বক্তব্য শেষে ২৭৮ জন দুস্থ উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply