ময়মনসিংহের ধোবাউড়ায় দালাল চক্রের মাধ্যমে ভূল অপারেশন করিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হযরত আলী (৩০) নামের অসহায় এক যুবক।এ ঘটনায় ভুক্তভোগীর ভাই দূর্জয় হোসেন দুলাল বাদী হয়ে দিদার হোসেন নামের একজনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেছে।অভিযোগ সূত্রে জানা যায়
ধোবাউড়া উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের জড়িয়া পাড়া গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে হরযত আলী (৩০) কে পাশের বাড়ির দুলাল এর ছেলে দিদার হোসেন ৩০ হাজা টাকার বিনিময়ে ময়মনসিংহের চরপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি অপারেশন করায়।অপারেশনের পর রোগীর অবস্থা আশংকাজনক দেখে দিদারের সহোযোগিতায় রোগীর স্বজনরা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে আত্নীয়রা ডাক্তারের মাধ্যমে ভূল অপারেশন করা হয়েছে জানতে পেরে দিদার হোসেনের বাড়িতে গিয়ে তাকে জানায় এবং টাকা ফিরিয়ে দিতে বলে।দিদার হোসেন টাকা দিবে না বলে রোগীর স্বজনদের ভয় দেখিয়ে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত দিদার হোসেন বলেন আমি তাদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছি।ডাক্তার ত ভূল করতেই পারে,এটাই স্বাভাবিক।
Leave a Reply