পটুয়াখালী মহাসড়কের লেবুখালী পাগলা রাস্তা সংষ্কার কাজের জন্য ইউনিভার্সিটি স্কয়ারের “বাংলাদেশ বিমানটি” ভেঙে ফেলা হয়েছে। উল্লেখ্য ঢাকা-বরিশাল-পটুয়াখালী যাত্রা পথে পটুয়াখালীর পায়রা নদীর উপরে নির্মিত হচ্ছে পায়রা লেবুখালী সেতু। এই সেতুর সাথে সাথে মহাসড়ক ও চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।
এর আগেও কয়েকবার সড়ক বর্ধিতকরন হলেও উক্ত বিমানটি অক্ষত রেখে কাজ হয়েছে। কিন্তু এইবার হঠাৎ করেই উক্ত ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীকটি ভেঙে ফেলা হয়েছে। এতে করে সাধারণ জনগন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ‘বিমান’ একটি সাধারণ স্থাপত্য হলেও এটি “উচ্চাশা” বা মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখী সড়কে এর অবস্থান শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে দেয় বড় হতে শেখায়। বিমানটি যদি অক্ষত রেখে রাস্তা সংষ্কার করা যেত, তাহলে হয়ত দেশের এই সম্পদটি অন্যত্র কোন স্থানে মাথা উঁচু করে দাড়িয়ে থাকত। উক্ত স্থাপনাটির পুনঃসংযোজনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারন জনগন।
Leave a Reply