নিজস্ব প্রতিবেদক #
দ্বীপজেলার লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে ভোলা জেলা সরকারি গণগ্রন্হাগার মিলনায়তনে জলসিঁড়ি সাহিত্য আসরের নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকেল ৪ টায়, জলসিঁড়ি সাহিত্য আসরের আহবায়ক শিশুসাহিত্যিক কবি শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচয়িতা বিশিষ্ট কথাসাহিত্যিক কালাম ফয়েজী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলার ইতিহাস রচয়িতা ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- ভোলা জেলা সরকারি গণগ্হাগারের সহকারী পরিচালক মোঃ সবুজ খান । বক্তব্য রাখেন- জলসিঁড়ি সাহিত্য আসরের সদস্য সচিব কবি মহিউদ্দিন মহিন, সংগঠক কবি নীহার মোশাররফ, কথাসাহিত্যিক সাধন চন্দ্র বসাক, কবি আল মনির, প্রথম আলো বন্ধুসভা ভোলার সভাপতি বাহাউদ্দিন বাহার প্রমুখ। ‘রাজা ইলিশ’ শীর্ষক মোহনীয় ছোটগল্প পাঠ করেন- দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি গল্পকার নেয়ামত উল্যাহ । কবিতা পাঠ করেন- কবি মোঃ জুলফিকার আলী, কবি বিলকিস জাহান মুনমুন, কবি শাহনাজ পারুল, কবি কামরুন্নাহার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন – আবৃত্তিশিল্পী নেয়ামত উল্যাহ, বাহাউদ্দি বাহার এবং সাহারা শারমিন ।
Leave a Reply