চরফ্যসনে ঝুঁকিপূর্ণ ভবনে চেয়ারম্যান হাট ডাকঘর। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ এই ভবনে চলছে পোস্ট ই সেন্টারের অফিস কার্যক্রম। দরকার এখনি ভবনটি পুনর্নির্মাণ। না হয় ধসে পড়তে পারে যেকোনো সময়, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। একাধিক বার ভবনটি নির্মাণের দাবি করলেও কোন লাভ হয়নি।
ভোলার চরফ্যাসন উপজেলা শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান হাট ডাকঘরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে পোস্ট ই-সেন্টারের কার্যক্রম। ভবনের বাহিরের দেয়ালে দিনে দিনে বেড়ে উঠছে পরগাছা। ড্যাম ধরে খসে পড়ছে দেওয়ালের পলেস্তারা। সম্প্রতি ভবনটির বিতরে জরাজীর্ন ও ফাটল হয়ে গেচে উত্তর পশ্চিম দিকে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ এটি সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন উত্তর পাশে প্রায় দুই যুগেরও আগে অবস্থিত পুরনো এই ভবনটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের এই সময়েও এই সরকারি দপ্তরের মাধ্যমে ডাক আদান-প্রদান, আর্থিক লেনদেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার খাতা বোর্ডে প্রেরণ, পার্সেল আদান-প্রদান ও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, ডাক, জীবনবীমাসহ অতি অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকাও পাঠানোর মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হয় এখানে । এ অফিসে হাজারীগঞ্জ, জাহানপুর ও মিয়াজানপুরসহ তিন ইউনিয়নের কার্যক্রমে একজন পোস্টমাস্টার সহ ৪জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বভনটির দরজা-জানালা ভেঙে সেগুলো ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে বহু আগেই। দুই যুগেরও বেশি সময় আগে নির্মিত ভবনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা মনে করেন, অতিদ্রুত ভবনটি সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে পোস্টমাস্টার মোঃশামসুল কবির লালু জমাদার বলেন বহু আগে নির্মিত এই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনটি সংস্কারের জন্য লিখিত আবেদন করেছি বহুবার। ডাকঘরের পাশে একটি টিউবয়েল প্রয়োজন এবং মানবেতর জীবনযাপন করছি সামান্য বেতনে চলে আমাদের জীবন। পাচ্ছিনা কোন সরকারি সুযোগ-সুবিধা অথচ এটি সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
Leave a Reply