ভোলা প্রতিনিধি
জানা যায় ব্যাপক গ্রুপিংয়ের কারণে ভোলা জেলা গণঅধিকার পরিষদের কমিটি দীর্ঘ ৭ মাসেও করা সম্ভব হয়নি। দীর্ঘদিনের জটে নেতাকর্মী’রা কার্যত জিমিয়ে পরছে। চলছে চরম বিশৃঙ্খলা। দুই শত নেতাকর্মী দল ত্যাগের মানসিক সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের ১ নং কার্যকরী সদস্য ও ভোলা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হাসান জুবায়ের বলেন- গণতান্ত্রিক রাজনীতিতে গ্রুপিং স্বাভাবিক বিষয়। দুঃখজনক গ্রুপিংয়ের অজুহাত দেখিয়ে বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জেলার মূল দলের কমিটি নিয়ে অযথা কালক্ষেপণ করে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দলের কমিটি নেতাকর্মীদের হক। দলের কার্যক্রম বেগবান করতেও কমিটির বিকল্প নেই। কমিটি ছারা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রম ব্যাহত হয়। উপকমিটি যেহেতু কমিটির খসড়া প্রনয়ণে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই যারা দুঃসময়ে ভোলা জেলায় দলের ভিত্তি স্থাপন করেছে তারা অবমূল্যায়নের স্বীকার হয়ে দলত্যাগ করলে এই দল আর ভোলায় আঁলোর মুখ দেখবে না। শুধু ভোলায় নয় সারাদেশে দলের একটা নেতিবাচক বার্তা পৌঁছে যাবে। তাই জেলা গণঅধিকার পরিষদকে বাঁচাতে সর্বশেষ দলের শীর্ষ দুই নেতা জননেতা জনাব নুরুল হক নুর ও রাশেদ খান ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply