মোঃ নুরনবী হাওলাদার
সিনিয়র রিপোর্টার , মনপুরা।
জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ।
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে নির্বাচনীয় এলাকায় পথসভায় অংশ নিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক
মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি চরফ্যাশন থেকে স্পিডবোট যোগে মনপুরার হাজিরহাট ল্যান্ড স্টেশনে পৌঁছান। পরে হাজিরহাটে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও জনগণ নিরাপদ ছিল না। আওয়ামী লীগের ভয়ে মানুষ ঘরে ঘুমাতে পারেনি।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেও একটি গোষ্ঠী সেই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে গত এক বছরের সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব নেওয়া হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আহ্বান জানান, প্রতিটি ভোটারের দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে।
পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল হোসেন, হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন
মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, আলহাজ্ব সিরাজ পালোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব জাহিদুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি মনপুরা উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন তুহিন, মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ।
Leave a Reply