চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে প্রবাসী এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের পর ওই যুবকের বসতঘরে অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুনে ক্ষতিগ্রস্ত ঘর নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান অনন্ত (পিতা: আব্দুল হক বকাউল), নাগদা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। সেখান থেকে নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে এবং তার ব্যক্তিগত পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনায় মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত লাগে এবং গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।