শিরোনাম :
যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলা ছাত্রলীগ নেতা তুষার ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও প্রকাশ্যে হামলার অভিযোগ কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা নানান আয়োজনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কক্সবাজারে তরুণ সাংবাদিক নুরুল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে মৃত্যু রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি। নওগাঁ-১ আসনে ইসলামি আন্দোলনের সদস্য-কর্মী সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় আদালত ভবন থাকলেও দেওয়ানী মামলা চলছে পটুয়াখালীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে ঢাকার উত্তরায় খাল পরিষ্কার অভিযান গলাচিপায় রাস্তার অর্ধসমাপ্ত কাজের জটিলতা: ঠিকাদারের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

মধ্যনগরে রডবাহী ড্রাম ট্রাক উল্টে নিহত ১,আহত ১,ড্রাইভার ও লেবার কন্টাকটার লাশ ফেলে রেখে উধাও।

স্টাফ রিপোর্টার, তামিম হাসান।
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৭৪ বার পঠিত

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন পিঁপড়াকান্দা কালীবাড়ির দক্ষিণ ও মহাসড়কে উত্তরে সমতল জায়গাটি কদর্মাক্ত থাকায়, মঙ্গলবার আনুমানিক রাত১১টা ৩০ মিনিটে রড়বাহী ড্রামট্রাক উল্টে গিয়ে ১ শ্রমিক নিহত হয়েছে । জানা যায় রামদীঘা মদনপুর গ্রামে শিক্ষা প্রতিষ্টানের কাজ চলমান রয়েছে। তাদের মালামাল বহনকারী নিয়োজিত ড্রামট্রাক ভাই ভাই ট্রেডার্স, মধ্যনগর ইটখলার ঘাট থেকে রড নেওয়ার জন্য, রামদীঘা হতে ৬জন শ্রমিক নিয়ে আসে। রড গাড়ীতে উত্তোলন করে পুনরায় রামদীঘা ফেরার সময়, উপরে থাকা ৬জনের মধ্যে নিহত হয়েছেন ১জন, আহত হয়েছেন ১জন, বাকী ৪জন ও ড্রাইভার সহ লেবার কন্টাকটার ও লাশ ফেলে রেখেই ঘটনাস্থল থেকে মুহূর্তেই পালিয়ে যায়। খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই মধ্যনগর থানার ওসি নির্মল দেবের উপস্থিততে পুলিশ মৃত লাশটি ড্রামট্রাকের নীচে থেকে উদ্ধার করে, থানায় নিয়ে যায়। নিহত ব্যাক্তি চামরদানী ইউনিয়নে জলুসা গ্রামের মৃত আব্দুর রাশিদ এর ছেলে মানিক মিয়া(৪৫)। একই গ্রামের আহত হয়েছেন হোসেন মিয়া(৩২) তার কাছ থেকে জানা যায় কর্মের লেবার পরিচালনা কারী স্থানীয় সাভারীপাড়া গ্রামের প্রনয়ন তালুকদার নামের এক ব্যাক্তি। প্রনয়ন তালুকদারের নিজ গ্রাম ও আশপাশের গ্রামের শ্রমিক ৪জন ও আমরা ছিলাম ২জন। আমরা বার বার নিষেধ করা সত্ত্বেও গাড়ী থেকে আমাদের নামায়নি ড্রাইভার, আর ঘটনাস্থলে সাথে সাথে মানিক মিয়া মারা যায়। আর আমি বেঁচে গেছি তবে কোমরে মারাত্মক আঘাত পাইছি। উল্টো হয়ে থাকা গাড়িটি ভাই ভাই ট্রেডার্স নামক জব্দ করা হয়েছে।বুধবার রাত সাড়ে১২টার সময়, ওসি নির্মলদেব মাতৃজগত কে জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতের দেহ বিনা ময়না তদন্তে, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com