সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান কবির নিজস্ব অর্থায়নে একটি গ্যারেজ নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে থানায় সরকারি গাড়ি রাখার মতো কোনো গ্যারেজ না থাকায় গাড়িটি খোলা আকাশের নিচে রাখতে হতো। এতে বৃষ্টি-রোদ ও লবণাক্ত বাতাসে গাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ছিল সবসময়।
এমন পরিস্থিতি উপলব্ধি করে ওসি আহসান কবির নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থ ব্যয়ে গ্যারেজ নির্মাণের কাজ হাতে নেন। সম্প্রতি নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন থেকে থানার সরকারি গাড়ি নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে ওসি আহসান কবির বলেন,
“মনপুরা দুর্গম এলাকা। থানার একমাত্র সরকারি গাড়িটি জরুরি সেবা দিতে সবসময় সচল রাখা জরুরি। কিন্তু গ্যারেজ না থাকায় গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তাই নিজ উদ্যোগে এই গ্যারেজ নির্মাণ করেছি। এতে থানার কার্যক্রম আরও গতিশীল হবে।”
থানার পুলিশ সদস্যরা জানান, নতুন গ্যারেজের কারণে গাড়ি সংরক্ষণ সহজ হবে এবং রক্ষণাবেক্ষণের খরচও কমবে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ অন্যান্য জায়গায়ও অনুসরণীয় হয়ে উঠবে।