মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।।
ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা একটি হরিণ শাবক ধানক্ষেত থেকে উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার ভোর ৬ টায় হরিণ শাবকটিকে উপজেলার আলমবাজার সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের কাছে ধানক্ষেতের থেকে ওই হরিণ শাবকটি উদ্ধার করা হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় উদ্ধার করা হরিণ শাবকটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া পঁচা কোড়ালিয়া বিটের আওতায় চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজার এলাকা ধান ক্ষেতের পরিত্যক্ত জালের সাথে আটকা পরে হরিণ শাবকটি। পরে স্থানীয়রা পঁচা কোড়ালিয়া বিটে দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে ভোর ৬ টায় হরিণ শাবকটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টায় পঁচা কোড়ালিয়া বিটের অধীন চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
এই ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম জানান, আনুমানিক ৩ মাস বয়সী হরিণ শাবকটি কুকুরের তাড়া খেয়ে আলম বাজার মিনি বন থেকে লোকালয়ে চলে এসে জালের সাথে আটকা পরে। পরে সেখান থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণ শাবকটি নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।