সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরায় গলায় ফাঁস দিয়ে তানিয়া আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া আক্তার ওই এলাকার ইউসুফ রাড়ীর মেয়ে এবং স্থানীয় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, স্কুল থেকে ফেরার পর থেকেই তানিয়ার মন খারাপ ছিল। দীর্ঘসময় ঘুমিয়ে থাকার পর বিকেলে কিছুক্ষণ বাড়ি ও আশপাশে ঘোরাফেরা করে রাতে ঘরে পড়ার টেবিলে বসে ছিলেন তিনি। এসময় তার বাবা নদীতে মাছ শিকারে যান এবং মা ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে দীর্ঘসময় তানিয়ার কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। এক পর্যায়ে ঘরের পিছনে গিয়ে দেখেন, গাছের সঙ্গে ঝুলছে তানিয়ার নিথর দেহ। আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, তানিয়ার বই-খাতায় প্রেমসংক্রান্ত বেশ কিছু লেখা পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।
সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, “তানিয়া আমাদের নিয়মিত শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply