সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পাওনা টাকা নিয়ে এক অসহায় মহিলার উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী খাদিজা বেগমের কাছে এক হাজার টাকা পাওনা নিয়ে একই এলাকার মো. ইমন (পিতা নুরইসলাম কর্মকার), মো. ফারুখ (পিতা ছাত্তার সিকদার) ও ইমরান মিলে অতর্কিতভাবে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের ফলে খাদিজার একটি হাত ভেঙে যায়।
পরবর্তীতে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খাদিজার মা অভিযোগ করে জানান, আমার মেয়ের বাবা নেই। তার স্বামী নৌকায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। সেই সূত্রে এক হাজার টাকা পাওনা ছিল। আর এই টাকা নিয়েই আমার মেয়ের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, “ঘটনাটি সত্যিই মর্মান্তিক। যদি ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।