মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।।
ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারদিকে পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ ও বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণের ডিসি রোডে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে উঁচু-নিচু অবস্থায় থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। বর্ষা মৌসুমে মাঠটিতে জলাবদ্ধতা দেখা দিলে স্কুলের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া বিদ্যালয়ের চারদিকে পাকা দেয়াল ও গেট না থাকায় প্রতিষ্ঠানটি অরক্ষিত হয়ে পড়েছে। স্কুল চলাকালে এবং ছুটির পর বহিরাগত বখাটেরা বিদ্যালয় চত্বরে আড্ডা দেয় ও গরু-ছাগল প্রবেশ করে পরিবেশ নোংরা করে যা শিক্ষার্থী নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধনে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, মনপুরার অন্যতম বড় ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এটি। প্রতিবছর এখানকার বহু শিক্ষার্থী জিপিএ-৫সহ ভালো ফলাফল অর্জন করে। কিন্তু বাউন্ডারি দেয়াল ও গেট না থাকায় বহিরাগতরা স্কুলের আশপাশে ঘোরাঘুরি করে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছে। এমনকি অনেক শিক্ষার্থী ক্লাস চলাকালে টিচারদের না জানিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যায়। বাউন্ডারি থাকলে এসব সমস্যা কমে আসত।
তিনি আরও বলেন, উঁচু-নিচু মাঠে খেলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছে। তাই অবিলম্বে মাঠ ভরাটের ব্যবস্থা করা জরুরি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহমান শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বাউন্ডারি দেয়াল, গেট নির্মাণ এবং মাঠ ভরাটের বিষয়টি আমরা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার মান ধরে রাখতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয়দের দাবি, দ্রুত অবকাঠামো উন্নয়ন না হলে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।