সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলা জেলার মনপুরা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘হাবিবা’ নামক একটি ট্রলার কক্সবাজারের মহেশখালীর অদূরে ইঞ্জিন বিকল হয়ে টানা চারদিন ধরে সমুদ্রে ভেসে ছিল। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’-এর নিয়মিত টহলের সময় বিপদগ্রস্ত ট্রলারটি শনাক্ত করা হয় এবং ট্রলারে থাকা ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) মহেশখালীর পশ্চিমে প্রায় ২৫ মাইল দূরে ভাসমান অবস্থায় ট্রলারটিকে দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। নৌজাহাজের উপস্থিতি টের পেয়ে ট্রলারের জেলেরা বিপদ সংকেত প্রদর্শন করলে, সঙ্গে সঙ্গে নৌবাহিনীর জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরে নৌ সদস্যরা জানতে পারেন, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা গত চারদিন ধরে সমুদ্রে ভাসমান ছিলেন। এ সময় তাদের কাছে থাকা খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে গিয়েছিল, ফলে তারা চরম দুর্দশার মধ্যে পড়েন। নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেন।
পরবর্তীতে বিপদগ্রস্ত জেলেদের নিরাপদে কুতুবদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া সব জেলেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে নৌবাহিনী। জেলেরা তাদের জীবন রক্ষা করায় এবং পরিবারে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ায় নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া ট্রলারটি ভোলার মনপুরা থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল।
বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দেশের সমুদ্রসীমায় টহল কার্যক্রম পরিচালনা করছে যাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, ব্লু-ইকোনমি সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এই অভিযান তারই একটি সফল দৃষ্টান্ত।