শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকার সহ ০১ জন গ্রেফতার। ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন । গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…!

মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিকল্পিতভাবে একাধিকবার মব সৃষ্টি ও অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র বারবার উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। 

০২ আগষ্ট (শনিবার) বিকালে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য জানান প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না দেওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদ্যালয় চত্বরে অপপ্রচার চালানো এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে। এসব কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে পাঠায় প্রশাসন। এরপর থেকে তারা বাড়িতে বসেই অফিস করছিলেন। গত ২০জুলাই তারা বিদ্যালয়ে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন বহিরাগত লোক মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে জানান প্রধান শিক্ষক। তারা আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের রেজাল্ট আবারো ভালো করার লক্ষ্যে সকলে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া, জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক, অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com