মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
গত ২১ আগস্ট ২০২৫ সকাল ১১টায় হালুয়াঘাট থানাধীন নাগলা বাজারে মোঃ মোস্তফা কামালের মনোহারী দোকানের বিক্রয়লব্ধ নগদ ১২,০০,০০০/- টাকা নিয়ে তার আত্মীয় মোঃ মিজবাহুল ইসলাম রূপালী ব্যাংক-এ জমা দেয়ার উদ্দেশ্যে মাহেন্দ্রযোগে রওনা হলে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহেন্দ্রটি ঘেরাও করে
চটের ব্যাগে রক্ষিত নগদ টাকা ছিনিয়ে নিতে চাইলে এ সময় মিজবাহুল বাধা দেয়। ডাকাতরা তার ডান হাতে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।
এঘটনায় হালুয়াঘাট থানায় মামলা নং ২১, তারিখ-২৩/৫/২৫, ধারা-৩৯৫/৩৯৭ রুজু হয়েছে। ঘটনার পর হালুয়াঘাট থানার একটি চৌকষ আভিযানিক দল ডাকাতদের সনাক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু করে এবং মাত্র ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীরা হল- মোঃ রিপন মিয়া(২৫),মোঃ ফাহিম(২০),রফিকুল ইসলাম(২৬),মোঃ ইলিয়াস(২৭), মোঃ আরাফাত হোসেন আকাশ(২৪)।এসব আসামীর কাছ থেকে আভিযানিক দল নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করতে সক্ষম হয়েছে-মোট ৫,৫৩,৫০০/- নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত চাকু,ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল,২ টি মোবাইল ফোন,ছিনতাইয়ের টাকা বহনের ব্যাগ।
আসামীদের মধ্যে রিপন ও আরাফাত নিজেদের কৃতকর্ম সম্পর্কে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি গ্রেফতারকৃতদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ এবং পলাতকদেরকে গ্রেফতারের আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।
এত অল্প সময়ে এরকম চাঞ্চল্যকর একটি ডাকাতির ঘটনার আসামীরা পুলিশ কর্তৃক সনাক্ত ও ধৃত হওয়ায় থানা এলাকায় তথা সমগ্র জেলায় জনমনে স্বস্তি বিরাজ করছে।পুলিশ জানায় আসামীদের নামে ইতোপূর্বে বিভিন্ন থানায় সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিৎ হওয়া গেছে।