মোঃ হাবিবুর রহমান সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ২৪/০৮/২০২৫ ইং রোজ রবিবার মেলা ২ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ। মানববন্ধনে বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান,দপ্তর, অধিদপ্তরে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ বিভাগের যুগ্ন আহবায়ক সোহেল মাহমুদ এর সঞ্চালনায় ও বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকল সরকারি আধা সরকারি, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান, দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরতদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকুরীর নিশ্চয়তা প্রদান করতে হবে। এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে। কোন প্রতিষ্ঠানে বিনা কারণে চাকরিচুত্য করা যাবে না। নতুন টেন্ডারের নামে যে সকল প্রতিষ্ঠানে বিনা কারণে চাকুরীচুত্য করা হয়েছে তাদেরকে চাকুরীতে পুনর্বহাল করতে হবে । এবং যাদের বেতন বকেয়া আছে তা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবং নির্দিষ্ট কর্ম ঘণ্টার পর কাজ করালে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। এছাড়াও বক্তব্য প্রদান করেন আউটসোর্সিং ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান।তিনি বলেন নতুন টেন্ডারের নামে পুরাতন কর্মচারীদের বাদ দিয়ে কোন নতুন লোক নিয়োগ করা চলবে না।দ্রুত সময়ের মধ্যেই শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। আরো বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিভাগের যুগ্ন আহবায়ক সোহেল মাহমুদ ও অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।