মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, মামলার বাদী মোঃ আব্দুস সালাম (৫০) তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে জীবিকার তাগিদে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বসবাস করত। সেই সুবাদে বাদীর বড় ছেলে নিহত রাকিব হাসান তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন হাটুলিয়া সাকিনে একাই বসবাস করত। রাকিব হাসান বাড়ীতে একাই বসবাস করার কারণে তার পরিচিত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতো। গত ১০ জুলাই ২০২৫ খ্রি. দুপুর অনুমান ০২:০০ ঘটিকায় বাদী জানতে পারে যে, তার বড় ছেলেকে কে বা কাহারা হত্যা করে লাশ বিছানার উপর ফেলে রেখেছে। সংবাদ শুনে বাদী দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলের লাশ দেখতে পায়। ধারণা করে যে, গত ০৯ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ১১:০০ ঘটিকা হতে ১০ জুলাই ২০২৫ খ্রি. দুপুর অনুমান ০১:০০ ঘটিকার মধ্যে কে বা কাহারা রাকিব হাসানকে হত্যা করে লাশ তার শয়নঘরের বিছানার মধ্যে রেখে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১০, তারিখ-১১/০৭/২০২৫ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
২। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:০০ ঘটিকায় মযমনসিংহের গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস রাকিব হাসান হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ জয়নাল আবেদীন (১৯)'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।