মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
আজ ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ২৯ মে ২০২৫ (বৃহস্পতিবার) ময়মনসিংহ রেঞ্জ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। আজ সকাল ০৮.০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এর সামনে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অথিতিবৃন্দ “Peacekeepers’ Run” এ অংশগ্রহণ করেন।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সেনানিবাসের ৭৭ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার এএফডব্লিউসি, পিএসসি, ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ময়মনসিংহ পুলিশ লাইনস স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ময়মনসিংহ জেলার টাউন হলে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অনন্য অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।
Leave a Reply