রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করেন।
দমকল বাহিনীর বক্তব্য
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহাখালী ও তেজগাঁও ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর ডিউটি অফিসার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন। ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্নিকাণ্ডে বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।