১৪-১২-২০২৪ ইং
মাধবদী প্রতিনিধি,
বিলকিস আক্তার।
অদ্য ১৪-১২-২০২৪ ইং (শনিবার) নরসিংদির মাধবদীতে দি ডক্টরস হসপিটালে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায়,দুস্হ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত দি ডক্টরস হসপিটাল।বিজয় দিবস উপলক্ষে যেখানে সারাদেশে নানা জাঁকজমকপূর্ণ আয়েজনে ব্যস্ত সেখানে উক্ত হসপিটালের এমন উদ্যোগ সত্যি ই প্রসংশনীয়
মহান বিজয় দিবস কে সামনে রেখে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ গ্রহণ করেন ডাঃ আদহাম শাহানশাহ ভূঁইয়া এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
সময় : সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
যে সমস্ত ডাক্তারগন দেখবেন :-
১.ডা. নুরজাহান আক্তার (গাইনি)
২.ডা. ইসরাত শাহীন (গাইনি)
৩. ডা.আদহাম শাহানশাহ ভূঁইয়া (অর্থোপেডিক)
৪..ডা. রাকেশ চন্দ্র দাস ( মেডিসিন)
৫.ডা.এম এ সাঈদ লিয়ন ( মেডিসিন ও বক্ষবিধি)
৬.ডা.রাজিব চৌধুরী (শিশু)