মোঃ-শাহাদৎ হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ- ১৬ ই ডিসেম্বর। দিনটি নির্ভীক, মৃত্যুঞ্জয়ী ও অকুতোভয় বাঙালী জাতির এক ঐতিহাসিক বিজয় দিবস। দীর্ঘ নয় মাস অনেক ত্যাগ তীতিক্ষা ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের মুক্তিকামী মানুষ এক সাগর রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনে এবং এভাবে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
১৬ই ডিসেম্বর বাঙালীর অবিস্মরণীয়, অম্লান,চির ভাস্বর, স্বর্ণোজ্জ্বল ও ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে সরকারী ও বেসরকারী উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয় এবং সারা দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাবগাম্ভীর্যময় পরিবেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।
উল্লেখ্য, বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন নিশিন্দারা গ্রামের কৃতি সন্তান, বেটখৈর উচ্চ বিদ্যালয়ের একজন আদর্শ প্রধান শিক্ষক, মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সমাজ সেবক, মানব হিতৈষী, মানবতাবাদী, জনদরদী গরীবের বন্ধু মোঃ ফরিদুল ইসলাম আকন্দ আসন্ন ১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ সীমাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply