মোঃ শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি মাগুরাঃ মাগুরার মহাম্মদপুরের দীঘা ইউনিয়নের আওনাড়া বাজারের নাজমুল মোল্লার শতরুপা গ্যালারি নামক কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক কারবারি রমজান মোল্লা২০ ইয়াবার ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
গোপন সূত্রে সংবাদ পেয়ে মহাম্মদপুর থানার অফিসার মোঃ জান্নাতুল ফেরদৌস বাদশা ফোর্স সহ ঘটনা স্থানে গেলে মাদক কারবারি টের পেয়ে পালাতে চেষ্টা করলে তাৎক্ষণিক তাকে হাতেনাতে গ্রেফতার করেন। মাদক কারবারি রমজান আলীর ২০ পিতা, রবিউল ইসলাম, সাং জনাদ্দর পুর, মহম্মদপুর,মাগুরা।
দেহতল্লাশি কালে উক্ত মাদক কারবারি পরিহিত লুঙ্গির সামনে কোঁচা হতে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিজ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বোরহান উল ইসলাম জানান, আমি গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আমি তাৎক্ষণিক পুলিশ অফিসার ফোর্স সহ সেখানে পাঠায় ২০পিজ ইয়াবা সহ মাদক কারবারি মোঃ রমজান আলীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়ে থানায় নিয়ে আসে।
মামলা নং ১০তা ৮/৮/২৩ ধারা মাদকদ্রব্য নিঃআঃ২০১৮এর ১ সারনির ১০ক।