মোঃ শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর থানা পুলিশের আয়োজনে ৩নংদীঘা ইউনিয়ন প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (শালিখা সার্কেল),মাগুরা মহোদয় ।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সাথে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন। এ সময় তিনি এলাকার সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন,সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা নিতে থানায় কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ বোরহান উল ইসলাম, সর্বপর্যায়ের জনগণের অংশগ্রহণ পুলিশের ওপেন হাউজ ডের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ।