আবদুল হাকিম, বান্দরবান:
গ্লোবাল টেলিভিশন ও দৈনিক মাতৃজগত পত্রিকায় সংবাদ প্রকাশের ১দিন পর ভাঙা সড়ক
পরিদর্শনে আসেন এলজিইডি সহ উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা।
'ঘুমধুমে ভাঙা সড়কে ঝুকি নিয়ে চলছে যানবাহন'
শিরোনামে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশন অনলাইন পোর্টাল ও দৈনিক মাতৃজগত পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার একদিন পর সড়ক সংস্কার পরিদর্শনে আসেন এলজিইডি অফিস সহ সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তারা।
শনিবার ( ১২ জুলাই) দুপুর দুটার দিকে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার
"ঘুমধুমে ভাঙা সড়কে ঝুকি নিয়ে চলছে যানবাহন"
শিরোনামে ১০জুলাই গ্লোবাল টেলিভিশনের অনলাইন পোর্টাল ও দৈনিক মাতৃজগত পত্রিকায় সংবাদ প্রচার হয়, ১২ জুলাই দুপুর ২টার দিকে উপজেলা টু ঘুমধুম সড়কে ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ড মংজয় পাড়া বিওপি চেকপোস্ট সংলগ্ন ব্রীজের পাশের রাস্তা, ৮নং ওয়ার্ড ফাত্রাঝিরি থেকে কোটবাজার যাওয়ার রেজুপাড়া বিওপি সংলগ্ন রাস্তা ও গর্জন বনিয়া সড়ক ভাঙাসহ আরও ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানে পরিদর্শন করতে আসেন নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবদুল্লাহ আল মামুন, ঘুমধুম ইউনিয়ন পরিষদে প্রশাসক, ক্যবুহ্রী মার্মা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতা হায়দার আলীসহ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতা হায়দার আলী কোম্পানি জানান, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক মাতৃজগত পত্রিকায় সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি। ঘুমধুম ইউনিয়নে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বিঘ্নতা ঘটছে। এ তথ্য পাওয়ার পরে উপজেলা কর্তৃপক্ষ দ্রুত পরিদর্শনে আসেন। দ্রুত সংস্কারের উদ্যোগ নেন তারা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রশাসক, ক্যবুহ্রী মার্মা জানান, দীর্ঘদিন ভারী বৃষ্টির কারণে সড়ক ভেঙে গেছে উপজেলা এলজিইডি অফিসার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিএনপি নেতাসহ পরিদর্শনে এসেছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) মো: নজরুল ইসলাম জানান, গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে জানতে পারি মংজয়পাড়া বিওপি চেকপোস্ট সংলগ্ন ব্রীজ পাশ ও ফাত্রঝিরি থেকে কোটবাজার যাওযার রেজুপাড়া বিওপির সংলগ্ন ও গর্জনবনিয়া সড়ক ভেঙেগেছে। এ
ভেঙে যাওয়া সড়ক দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা করা হবে।