সেলিম মাহমুদ.স্টাফ রিপোর্টারঃ-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২,র ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মিরপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক মাতৃজগত স্যাটেলাইট রুপান্তর আইপি টিভির চেয়ারম্যান, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক বাংলাদেশ ক্রাইম সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীর পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি, মাতৃজগত পরিবারের অভিভাবক খান সেলিম রহমান।
তিনি বলেন—-
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জাপন করি,বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি। ভাষা সৈনিকদের পথচলায় আমাদের কলম সৈনিকরা মাদক জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার প্রত্যয়ে মাতৃজগত পরিবার লিখে যাবে এই আমাদের অঙ্গীকার।
ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই’।
Leave a Reply