জেলা গোয়েন্দা শাখার (ডিবি), মাদক বিরোধী অভিযানে ৬০০ (ছয়শত)পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক- ০১
গ্রেফতার অভিযান:
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত যশোর গড়ার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ), জনাব সালাউদ্দীন শিকদার এর তত্ত্বাবধানে জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ শামীম হোসেন, এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ শফিকুল ইসলাম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি), একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানাধীন গুরুদাশ বাবুলেনস্থ পাবলিক হেলথ অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) মোমিনা রহমান @ কাজল(৪০), স্বামী- আজিজুর রহমান বাবু, পিতা-মৃত মজিত শেখ, সাং-দৌলতপুর, কেএমপি, খুলনা এ/পি-জনৈক শামীমুর রহমান @ মুন্সী পাইপ পট্টি, গুরুদাশ বাবুলেন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক তাহার দখল হতে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply