গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১১ জন বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করেন মোবাইল কোর্ট। মাদক সেবন ও মোবাইলে জুয়া খেলার অপরাধে মোবাইল কোটের মাধ্যমে আসামি ১/মো:শহিদুল ইসলাম (২৮),পিতা মৃত্যু সাবলু সং ছোট নারিচাগাড়ীকে ৩ মাস সাজা ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের সাজা,২/মো:আ;হাদী (৩২)পিতা মো:আ:সালাম সাং চন্ডিপুর,৩/মো:হাবিবুর (২৫)পিতা কুদ্দুস মিয়া সাং বাসুদেব পুর দ্বয়কে ২১দিনের সাজা,৪/মো;নোবেল(২৫)পিতা মে;কালু মিয়া সাং ছোট নারিচাগাড়ী,৫/মো;এনামুল হক (২৮)পিতা মৃত্যু আফজাল হোসেন সাং ছোট নারিচাগাড়ী ৬/ মো: মোস্তাফিজুর রহমান (২৮)পিতা মো: দুদু মিয়া সাং ছোট নারিচাগাড়ী ৭/মো:মিলন(২৫)পিতা মৃত সাদেক সাং ছোট নারিচাগাড়ী ৮/ মো:আপেল মিয়া(২৩) পিতা মৃত্যু সাইফুল ইসলাম সাং ছোট নারিচাগাড়ী ৯/মো:ডবলু (২৬)পিতা মৃত্যু বাচ্চু মিয়া সং নারিচা গাড়ি, ১০/মো:সুমন(২৯)পিতার মৃত্যু বাদশা মিয়া সাং ছোট নারিচাগাড়ী দেরকে ১৫দিনের সাজা,১১/ মো:রানা(২৮)পিতা মো:মওদুদ সাং দরবস্ত নয়াপাড়া কে ৭দিনের সাজা প্রদান করা হয়েছে। আসামি সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। মাহে রমজানে এমন একটা অভিযান করার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল
Leave a Reply